রাজেন রায়, কলকাতা, ২৫ জানুয়ারি: পশ্চিমবঙ্গের রাজনীতিতে বাক স্বাধীনতার অধিকার বারবার খর্ব করা হচ্ছে। কারোর বক্তব্য কারোর পছন্দ না হলে তাকে এড়িয়ে যাবার বা অন্যপথে প্রতিবাদ করার রাস্তা থাকলেও সেই পথে না গিয়ে উলটে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে। যারা এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গের ক্ষমতার পদে আসীন হননি, তারা ক্ষমতায় এলে বাঙালি মহিলাদের কি হতে পারে, সে কথাই সোমবার বিকেলে প্রতিবাদ সভায় তুলে ধরতে চাইলেন টলিউডের কলাকুশলীরা। সায়নি, দেবলীনাকে ধর্ষণের হুমকির প্রতিবাদে এদিন এই সভা করেন টলিউডের বুদ্ধিজীবীরা।
সভার নাম ছিল ‘এ কোন সকাল রাতের চেয়েও অন্ধকার।’ সাম্প্রতিক কালে সোশ্যাল মিডিয়ায় যে অশ্লীলতা শুরু হয়েছে তার প্রতিবাদে একত্রিত হল গোটা টলিউড। সভায় হাত বাড়িয়েছেন মহিলা কমিশনের অধক্ষ্যাও। সমাজের অশালীন অনাচার
গ্রহণযোগ্য নয় তা জানাতে সোমবার বিকেলে ধর্মতলায় একজোট হয়েছেন বহু রঙের শিল্পীরা। তাঁদের বক্তব্য, বিজেপির ধর্মবৈষম্যতাকে কেন্দ্র করে যে অরাজনৈতিক পরিবেশ সৃষ্টি করেছে তা কোনও ভাবেই কাম্য নয় এ রাজ্যে।
সভায় একের পর এক বক্তব্য রাখেন কৌশিক সেন, জয় গোস্বামী সহ একাধিক বিদ্বজনেরা। ছিলেন সায়নী, দেবলীনা সহ একাধিক অভিনেত্রীও। সাংসদ অভিনেত্রী নুসরাত জাহান রণমূর্তি ধারণ করে বলেন, ‘ধর্ষণের হুমকি আমিও পেয়েছি। কিন্তু আমি বা এই সভায় উপস্থিত কোনও মহিলা এ ধরনের হুমকিতে ভয় পাই না। সাহস থাকলে ঘরে ঢুকে ধর্ষণ করে দেখাক। বাংলার বাড়িতে বাড়িতে ঝাঁটা আছে, বঁটি আছে। কেউ আমাদের ভয় দেখালে তাদের ঝেঁটিয়ে বিদায় করা হবে।’
বাংলার সংস্কৃতির ব্যাপারে তোমরা কতটুকু জানো? জানো না.. বোঝো না বলেই মেয়েদের অপমান করতে পারো। কিন্তু মাথায় রাখো, এ বাংলায় মেয়েদের সম্মান তাঁদের হাতেই।’
মেট্রো চ্যানেলে প্রতিবাদী সভায় দেখা গেল, গৌতম ঘোষ, সুদেষ্ণা গুহ, কৌশিক সেন, ঋদ্ধি সেন, মহিলা কমিশনের পুরোধা লীনা গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে শুভাপ্রসন্ন সিংহ, শংকর চক্রবর্তী, দেবলীনা দত্ত, সায়নী ঘোষ, সৌমিত্র রায়ের মতো শিল্পীরা।
এদিনের সভা থেকে দেবলীনা রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে বলেন, ‘আমাকে ভয় দেখানো যাবে না। আর কেউ যদি অপরাধ করে তাহলে জেল, ফাঁসি হতে পারে তাঁর, অপরাধের শাস্তি ধর্ষণ হতে পারে কি? আমাকে হুমকি দেওয়া হচ্ছে।’ যদিও নিজের বক্তব্য থেকে তিনি যে একচুলও সরছেন না, তা নিয়ে দেবলীনার সংযোজন, ‘ক্ষমতায় না আসতেই গণধর্ষণের হুমকি দিচ্ছে এরা। ক্ষমতায় এসে তো সরাসরি ধর্ষণ করবে।’ যারা তাঁকে আক্রমণ করছেন, তাঁদের পড়াশোনার ঘাটতি নিয়েও কটাক্ষ করেন দেবলীনা। বলেন,’একবার পড়াশোনা করে ওরা, দেখুন হিন্দু ধর্মে প্রতিটা প্রাণীকে ঈশ্বরের সঙ্গে তুলনা করা হয়েছে। আমাকে হুমকি, হুঁশিয়ারি দিয়ে লাভ নেই। আমি ভয় পাই না।’