রাজেন রায়, কলকাতা, ২৫ জানুয়ারি: দল বিরোধী কার্যকলাপ এবং কথা বার্তার অভিযোগে তৃণমূল থেকে বহিষ্কার করা হয়েছে বৈশালী ডালমিয়াকে। ফলে এই মুহূর্তে তিনি বালির বিধায়ক থাকলেও কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নেই। দল থেকে বহিষ্কারের ঠিক তিনদিনের মাথায় রাজ্যপাল জগদীপ ধনকরের সঙ্গে দেখা করলেন তিনি। তিনি সত্যি সত্যিই বিজেপিতে যোগ দিতে চলেছেন কি না, তা অবশ্য স্পষ্ট করে বলেননি।
শুক্রবার এক বৈদ্যুতিন সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে মন্ত্রী অরূপ রায়ের বিরুদ্ধেও বিস্ফোরক অভিযোগ আনেন তিনি। এমনকি সদ্য পদত্যাগী রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্বপক্ষেও তৃণমূলের বিরুদ্ধে কথা বলেন তিনি। তারপরেই দল থেকে বহিষ্কার করা হয় বালির বিধায়ককে। দলের তরফে এক বিবৃতিতে জানানো হয়, তৃণমূলের বিরুদ্ধে বিভিন্ন সময় মন্তব্য করেছেন বৈশালী ডালমিয়া। এমনকী, দলবিরোধী একাধিক মানুষের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। এ ধরনের কার্যকলাপ নিয়ে বারবার সতর্ক করা হয়েছিল বৈশালীকে। তবু নিজের আচরণ বদলাননি। তাই দল তাঁকে বহিষ্কার করে।
বৈশালী ডালমিয়াকে বহিষ্কারের পরের দিনই তৃণমূল-বিজেপি সংঘর্ষে গুলি বোমাবাজিতে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় বালি। ব্যাপক ভাঙ্গচুর চলে এলাকায়। জ্বালিয়ে দেওয়া হয় বাইক-টায়ার। এই ঘটনার পর লিলুয়ায় জিটি রোড অবরোধ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামে বিশাল পুলিশ বাহিনী। এই ঘটনাকে টেনে বালির আইনশৃঙ্খলা প্রসঙ্গে ক্ষোভপ্রকাশ করে বৈশালী বলেন, তাকে বদনাম করতে ইচ্ছাকৃতভাবে এসব করা হচ্ছে। সেই কারণে এদিন রাজ্যপালের সঙ্গে দেখা করে সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি।