পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২১ মে: কেশপুরে মিটিং সেরে ফেরার পথে রাস্তায় দাঁড়িয়ে শুভেন্দুর হুঁঙ্কার, আমাকে ভয় দেখিয়ে কোন লাভ নেই। ক্ষমতা থাকলে আটকে দেখান। বুঝে নেব। কেশপুরে সন্ত্রাস করে ভোট করতে দেব না। রুখে দেবো। তোর মমতাকে প্রাক্তন করব। তোলাবাজ ভাইপোকে জেলে ঢোকাবো। কেশপুরের ঘোষডিহা গ্রামে মিটিং সেরে ফেরার পথে রাস্তায় দাঁড়িয়ে হুঁঙ্কার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।
সভায় যোগ দিতে যাওয়ার সময় এই রাস্তাতেই শুভেন্দু অধিকারীকে বাধা দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেন তিনি। আর ফেরার পথে সেই জায়গাতেই দাঁড়িয়ে শুভেন্দু হুঁঙ্কার দেন।
উল্লেখ্য, মঙ্গলবার বিকেলে ঘাটাল লোকসভার বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের সমর্থনে ঘাটাল লোকসভার অন্তর্গত কেশপুর বিধানসভার ঘোষডিহায় সভা করতে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।