SP, West Midnapur, পশ্চিম মেদিনীপুরে পুলিশ সুপারের দায়িত্ব পেলেন সোনওয়ানে কুলদীপ সুরেশ

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর,
২১ মে: পশ্চিম মেদিনীপুর জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ করল কমিশন। নতুন পুলিশ সুপারের দায়িত্ব পেয়েছেন সোনওয়ানে কুলদীপ সুরেশ। তিনি ২০১৬ ব্যাচের আইপিএস অফিসার। বর্তমানে তিনি ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি (সেন্ট্রাল) পদে কর্মরত ছিলেন। সোমবার পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ধৃতিমান সরকারকে সরিয়ে দেয় কমিশন।

আগামী ২৫ মে শনিবার ষষ্ঠ দফার লোকসভা নির্বাচন রয়েছে মেদিনীপুরে। তার আগে মেদিনীপুরে পুলিশ সুপার বদলি হওয়ার ঘটনায় রাজ্য রাজনীতিতে শুরু হয় জোর তরজা। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার এক্স হ্যান্ডেল এ এই ঘটনাকে ‘মোদীর গ্যারান্টি’ বলে সমালোচনা করেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় সোশ্যাল সাইডে লেখেন, যে জেলায় বিজেপি নেতাকে হিসাব বহির্ভূত নগদ সহ পুলিশ ধরে সেই জেলার এসপিকে সরিয়ে দেয় কমিশন। এর আগে রবিবার পুরুলিয়া জেলার পুলিশ সুপারকেউ সরিয়ে দেয় কমিশন। দিল্লির জাতীয় নির্বাচন কমিশনের দপ্তর থেকে স্পষ্ট নির্দেশ পাঠানো হয় পুরুলিয়ার এসপি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় নির্বাচনের কোন কাজে যুক্ত থাকতে পারবেন না। এর পাশাপাশি আরও তিন পুলিশ আধিকারিককে ভোটের কাজ থেকে সরিয়ে দেওয়া হয়। কাঁথির এসডিপিও দিবাকর দাসকে’ও সরিয়ে দেওয়া হয়।একইসঙ্গে পটাশপুর থানা ও ভূপতিনগর থানার ওসিদের সরানো হয়। কমিশনের নির্দেশে নতুন দুই পুলিশ অফিসার সোমবার ওই দুই থানার ওসি পদে দায়িত্বভার গ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *