আমাদের ভারত, ২৪ এপ্রিল: বুধবার একেবারে শেষ বেলার প্রচারে দাঁড়িয়ে রাজ্যের বিজেপি সেনাপতিকে বেশ আত্মবিশ্বাসী দেখালো জয়ের ব্যাপারে। তাঁর স্পষ্ট দাবি, গত ৫ বছর মানুষের জন্য কাজ করেছি, আমার বিশ্বাস মানুষ আমাকে আশীর্বাদ করবে। এসএসসি’তে যোগ্য প্রার্থীদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন তিনি। তাঁর কথায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য যোগ্য প্রার্থীরা চাকরি হারা হয়েছেন। অন্যদিকে দেবকে নিজের বাড়িতে চা খাওয়ার আমন্ত্রণ জানালেন সুকান্ত মজুমদার।
প্রচারে বেরিয়ে একটি মন্দিরে পুজো দিয়ে বেড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেতার বিষয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার বলেন, মানুষের কাছে যাওয়ার চেষ্টা করেছি। মানুষের জন্য ৫ বছর কাজ করেছি। মানুষকে এমন পরিষেবাগুলো দেওয়ার চেষ্টা করেছি সাধারণত যেসব পরিষেবাগুলো অন্যান্য সংসদ দেন না। প্রান্তিক জেলাতে থেকে সেই সব পরিষেবা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। আমার বিশ্বাস আরো পাঁচ বছর মানুষ আমাকে কাজ করার সুযোগ দেবে।”
বিজেপি প্রার্থী তার কেন্দ্রের ভোটারদের উদ্দ্যেশ্যে বার্তা দেন, “আপনারা সকাল সকাল ভোট দিন, তাড়াতাড়ি ভোট দিন। কেন্দ্রীয় বাহিনী থাকবে চিন্তার কোনো কারণ নেই। বাদবাকি যেখানে যেখানে অসুবিধা হবে সেখানে বিজেপি কর্মীরা থাকবে। বিজেপির বুথ রক্ষা বাহিনী বুথ রক্ষা করবে।”