পার্থ খাঁড়া, আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১৩ আগস্ট: আর জি কর মেডিকেল কলেজ এবং হাসপাতালের দ্বিতীয় বর্ষের ছাত্রীর মৃত্যুর ঘটনার সঙ্গে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তমলুকের বিধায়ক সৌমেন কুমার মহাপাত্রের পুত্রের নাম জড়ানোর ঘটনা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তা নিয়ে মঙ্গলবার পাঁশকুড়ায় নিজ বাস ভবনে সাংবাদিক বৈঠক করে দলের নেতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন সৌমেনবাবু।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তমলুকের বিধায়ক সৌমেন কুমার মহাপাত্র জানান, আর জি কর মেডিকেল কলেজ এবং হাসপাতালে ছাত্রী মৃত্যুর ঘটনায় যে নাম সামনে আনা হচ্ছে তা সত্য নয়। আমার ছেলের নাম বোধিস্বত্ব মহাপাত্র। সে ২০১৭ সালে পাশ আউট৷ বর্তমানে স্বাস্থ্য কেন্দ্রের বিএমওএইচ হিসাবে পরিষেবা দিয়ে চলেছে। যে মেয়েটি মারা গিয়েছে সে আমার মেয়ের মতো। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তদন্তের নির্দেশ দিয়েছে। আমরাও চাই সঠিক তদন্ত হোক। তদন্তের স্বার্থে আমি, আমার ছেলে ও পরিবার সর্বতোভাবে সাহায্য করবো।
তবে এতদিন আমরা জেনে এসেছি কাক কাকের মাংস খায় না। এটা একটা প্রবাদ বাক্য। কিন্তু এখন খায়। তাঁর ছেলের বিরুদ্ধে যে অভিযোগ সোশ্যাল মিডিয়ায় তুলে ধরা হয়েছে তা তার দলের নেতৃত্বরাই করেছে বলে ইঙ্গিতে দলের নেতাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী বিধায়ক সৌমেনকুমার মহাপাত্র ও তাঁর স্ত্রীর।