Jhargram court, প্রতিবেশীকে কুড়ুল দিয়ে মারায় এক ১ ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড, নির্দেশ ঝাড়গ্রাম আদালতের

পার্থ খাঁড়া, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১৩ আগস্ট: প্রতিবেশীকে কুড়ুল দিয়ে খুনের ঘটনায় এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল ঝাড়গ্রামের এডিজে-২ আদালত। মঙ্গলবার দুপুরে সাজা ঘোষণা করেন এডিজে-২ আদালতের বিচারক চিন্ময় চট্টোপাধ্যায়। সাজা হওয়া ব্যক্তির নাম রবি শবর। বাড়ি জামবনী থানার কষাফলিয়া গ্রামে।

জানা গিয়েছে, ২০১৬ সালের জুন মাসের ১৯ তারিখ সন্ধে বেলা প্রতিবেশী বনমালী শবরের সঙ্গে কথা কাটাকাটির জেরে কুড়ুল দিয়ে বনমালীকে কানের নিচে কোপ মারে রবি শবর। বনমালীকে বাঁচাতে গেলে তার মেয়েকেও কুড়ুল দিয়ে কোপ মারে সে। দু’জনকে উদ্ধার করে তৎকালীন ঝাড়গ্রাম জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরের দিন বনমালী চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় এবং বেশ কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর তার মেয়ের হাসপাতাল থেকে ছুটি হয়। ঘটনার পরের দিনেই বনমালীর ভাইপো ভবেশ শবর জামবনী থানায় লিখিত অভিযোগ জানায়। লিখিত অভিযোগের ভিত্তিতে ঐদিন রাতেই রবিকে গ্রেফতার করে পুলিশ।

খুন ও খুনের চেষ্টা সহ একাধিক ধারায় মামলা রুজু করে ঝাড়গ্রাম আদালতে পেশ করে জামবনী থানার পুলিশ। তারপর থেকেই জেল হেফাজতে ছিল রবি। ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে ১৩ তারিখ আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ। ২০১৭ সালের আগস্ট মাসের ২ তারিখ গঠিত হয় চার্জ ফ্রেম। মৃত বনমালী শবরের মেয়ে, ভাইপো ভবেশ শবর, পুলিশ ও চিকিৎসক সহ মোট ২০ জনের সাক্ষ্য গ্রহণের ভিত্তিতে গতকাল সোমবার রবিকে দোষী সাব্যস্ত করে আদালত।

ঝাড়গ্রাম আদালতের সরকারি আইনজীবী সত্যজিৎ সিনহা বলেন, “দোষী সাব্যস্ত রবি শবরকে আইপিসি ৩০২ ধারা অনুযায়ী যাবজ্জীবন কারাদণ্ড , ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক বছর জেলে নির্দেশ দেন। এর পাশাপাশি আইপিসি ৩০৭ ধারা অনুযায়ী ৭ বছর কারাদণ্ড, ৩ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাস কারাদণ্ডের নির্দেশ দেন এডিজে-২ আদালতের বিচারক চিন্ময় চট্টোপাধ্যায়”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *