আমাদের ভারত, ১৩ আগস্ট: আর জি কর কাণ্ডে প্রতিবাদের সামিল গোটা রাজ্যের চিকিৎসকরা। জুনিয়র চিকিৎসকদের কর্ম বিরতি চলছে। এবার সিিয়ার চিকিৎসকরা ওপিডি বন্ধের ডাক দিলেন বাংলাজুড়ে।
ওপিডি বন্ধ রাখার ডাক দিয়েছেন জয়েন্ট চিকিৎসক সংগঠন। আগামীকাল বুধবার রাজ্যের সমস্ত সরকারি বেসরকারি হাসপাতালে আউটডোর অর্থাৎ ওপিডি পরিষেবা বন্ধ রাখা হবে। চিকিৎসক সংগঠনের জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স জানিয়েছেন, বুধবার সকাল আটটা থেকে বিকেল চারটে পর্যন্ত ওপিডি বন্ধ থাকবে। সিনিয়র চিকিৎসকরা আউটডোরে কোনো রোগী দেখবেন না।
মঙ্গলবার চিকিৎসক সংগঠনের তরফে আরো জানানো হয়েছে, হাসপাতাল গুলিতে শুধুমাত্র জরুরি পরিষেবা চালু থাকবে।জরুরি পরিষেবা ব্যতীত যে কোনো পরিষেবা বন্ধ থাকবে। আগামীকাল সিনিয়র চিকিৎসকরা এই কর্মসূচিতে যোগ দেবেন।
আর জি কর কান্ডের প্রতিবাদে রাজ্যে সরকারি হাসপাতালগুলিতে জরুরি বিভাগে পরিষেবা বন্ধ রেখেছিলেন জুনিয়র চিকিৎসকরা। এবার ওপিডি বন্ধের ডাক দিয়ে এই আন্দোলনকে আরো প্রশস্ত করল চিকিৎসক সংগঠন।
মঙ্গলবার কলকাতা হাইকোর্টের নির্দেশে আর জি কর কান্ডের তদন্তভার কলকাতা পুলিশের থেকে সিবিআই এর কাছে হস্তান্তর হয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইতিমধ্যেই তদন্তের প্রক্রিয়ায় শুরু করেছে। তার আগেই এই বড় আন্দোলনের ডাক দিলেন বাংলার চিকিৎসকরা।