পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: আরজি কর মেডিক্যাল কলেজে এক মেডিক্যাল ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে মেদিনীপুর মেডিক্যাল কলেজের জুনিয়র ছাত্রদের আন্দোলন চতুর্থ দিনেও অব্যাহত রয়েছে।
আরজি কর মেডিক্যাল কলেজের ঘটনায় দোষীদের দ্রুত গ্রেফতার এবং মেডিক্যাল কলেজের নিরাপত্তা ও পরিকাঠামোগত সমস্যার সমাধানের দাবিতে মেডিক্যাল কলেজের মূল ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে মেদিনীপুর শহরের রিং রোড পরিক্রমা করে পুনরায় হাসপাতালে ফিরে আসে আন্দোলনরত মেডিকেল শিক্ষার্থীরা।
আন্দোলনকারী ছাত্রদের বক্তব্য, মেডিকেল কলেজের অধ্যক্ষকে কোথায় বদলি করা হয়েছে তা নিয়ে তাদের কোনও মাথাব্যথা নেই, তারা চান যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের কঠোরতম শাস্তি। সেই সঙ্গে মেদিনীপুর মেডিকেল কলেজের সমস্ত পরিকাঠামোগত সমস্যাগুলির সমাধান।