Bharatiya Janata Mahila Morcha, Medinipur city to protest against RGKOR incident আরজিকরের ঘটনার প্রতিবাদ, ভারতীয় জনতা মহিলা মোর্চা মেদিনীপুর শহর- এর তরফে বিক্ষোভ অবস্থান কর্মসূচি

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: আরজিকর মেডিকেল কলেজের মহিলা চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনা আবারো প্রমাণ করলো পশ্চিমবঙ্গে নারীরা অসহায়, অসুরক্ষিত। এরই প্রতিবাদে আজ মঙ্গলবার সন্ধ্যায় “ভারতীয় জনতা মহিলা মোর্চা মেদিনীপুর শহর” এর পক্ষ থেকে বিক্ষোভ অবস্থান কর্মসূচি পালন করা হয় শহরের গান্ধী মূর্তির পাদদেশে।

এই বিক্ষোভ কর্মসূচিতে প্রত্যেক বক্তাই মেডিক্যাল কলেজের ছাত্রীকে ধর্ষণ করে খুনের প্রতিবাদ সহ বাংলায় প্রতিদিন কোথাও না কোথাও নারী ও শিশুরা পাশবিক নির্যাতনের শিকার হচ্ছে, সেই সব দুষ্কৃতীদের উপযুক্ত শান্তির ব্যবস্থা করতে হবে। এই কর্মসূচিতে সমাজের সকল স্তরের মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা মহিলা মোর্চার মেদিনীপুর সংগঠনিক জেলা সভানেত্রী পারিজাত সেনগুপ্ত, জেলা যুব সভাপতি আশীর্বাদ ভৌমিক সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *