Humgarh, হুমগড় রামকৃষ্ণ বিবেকানন্দ শিক্ষা সদনে উদযাপিত হলো “শাল মহুয়া পলাশ উৎসব”

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৮ মার্চ: পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা দু’ নম্বর ব্লকের হুমগড় রামকৃষ্ণ বিবেকানন্দ শিক্ষা সদনে “শাল মহুয়া পলাশ উৎসব” পালিত হল শুক্রবার। এদিন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের উৎসাহ ও আনন্দের জন্য শান্তিনিকেতনের বসন্ত উৎসবের আদলে এই উৎসবের আয়োজন করা হয় বলে উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে। এদিন বিদ্যালয় প্রাঙ্গনে গান, নাচ ও আবিরের রঙে রঙিন হয়ে উঠেছিল ছাত্র-ছাত্রী থেকে শুরু করে স্কুলের শিক্ষক ও পরিচালন কমিটির সদস্যরা সকলেই। তারা এই উৎসবে অংশগ্রহণ করে আনন্দ উপভোগ করেন।

স্কুলের প্রধান শিক্ষক জানান, “এই উৎসবের মূল উদ্দেশ্য হল ছাত্র-ছাত্রীদের মধ্যে আনন্দ ও উৎসাহ জাগানো। আমরা চাই, পড়াশোনার পাশাপাশি তারা যেন নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত হয়।”
ছাত্রছাত্রীরা এই উৎসবের আয়োজন করে খুবই আনন্দিত। তারা জানায়, এই উৎসব তাদের জীবনে এক নতুন অভিজ্ঞতা যোগ করেছে।

স্কুল পরিচালন কমিটির সদস্য অবিরাম সন্নিগ্রাহী, ড: সঞ্জয় মন্ডল, সৌরভ দে, লালটু সামন্ত, অংশুমান পন্ডা ও সৌরভ দাস জানান, “সামনের বছর এই উৎসব আরও জাঁকজমকভাবে উদযাপন করা হবে।”

এই উৎসবের মাধ্যমে হুমগড় রামকৃষ্ণ বিবেকানন্দ শিক্ষা সদনের ছাত্রছাত্রীরা তাদের সাংস্কৃতিক ঐতিহ্য ও প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার সুযোগ পেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *