Baruni bath, নদিয়া, বারুনী স্নান উপলক্ষে বয়ড়া গঙ্গা ঘাটে ভিড় গাজন সন্ন্যাসীদের

আমাদের ভারত, নদিয়া, ২৮ মার্চ: চৈত্র মাস মানেই গাজন উৎসব। আর এই উৎসবকে কেন্দ্র করে শিব ঠাকুরের ভক্তরা আজ থেকেই গা ভাসাতে শুরু করে দিয়েছেন।

একদিকে চলছে উত্তর ২৪ পরগনায় শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের বারুনীর স্নানযাত্রা। আর অন্যদিকে নদিয়া জেলায় এই পূর্ণ লগ্নে বারুনী স্নান উপলক্ষে শিব ঠাকুরের পাঠকে স্নান করাতে ফুলিয়া কৃত্তিবাসের বয়ড়া গঙ্গা ঘাটে ভিড় গাজন সন্ন্যাসীদের। পৌরাণিক নিয়ম অনুযায়ি চৈত্র মাসে শিবের আরাধনা করতে গাজন সন্ন্যাসীর ব্রত পালন করেন সনাতনীরা। আর সেই পূজায় তিথি অনুযায়ী বারুনী তিথিতে শিবের পাট গঙ্গায় স্নান করিয়ে গাজনের পূজা শুরু করেন গাজন সন্ন্যাসীরা। আর বৃহস্পতিবার সেই বারুনী স্নানের তিথি উপলক্ষে সকাল থেকেই ফুলিয়ার কৃত্তিবাসের বয়ড়া গঙ্গার ঘাটে উপচে পড়লো গাজন সন্ন্যাসীদের ভিড়।

সন্ন্যাসীরা জানান, চৈত্র মাসের ১ তারিখ থেকেই নিরামিষ আহার পালন করেন এবং এছাড়াও আজ থেকে শুরু হলো তাদের বিভিন্ন অনুষ্ঠান, চলবে পহেলা বৈশাখ পর্যন্ত। এদিন ঠাকুরকে ভাগীরথী গঙ্গায় স্নান করাতে কৃষ্ণনগর, বাদকুল্লা, তাহেরপুর, হবিবপুর সহ একাধিক জায়গা থেকে পুজো উদ্যোক্তারা তাদের ঠাকুর নিয়ে এলেন। ঠাকুরকে স্নান করিয়ে ভাগীরথী নদীর তীরেই আজ থেকে শুরু হলো গাজন সন্ন্যাসীদের উৎসব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *