Fire cracker কোলাঘাটে বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, রাত থেকে জনশূন্য এলাকা

আমাদের ভারত, তমলুক, ১০ জুন: পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের প্রয়াগ গ্রামে রবিবার রাতে বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। ক্ষতিগ্রস্ত দুটি বাড়ি এবং আহত এক মহিলা।

জানাগেছে, রবিবার রাত দশটা নাগাদ কোলাঘাট থানার প্রয়াগ গ্রামে একটি বেআইনি বাজি কারখানায় আগুন লাগে। দীর্ঘদিন ধরে ওই গ্রামের বেশ কিছু পরিবার বেআইনি বাজির কাজের সঙ্গে যুক্ত। গতকাল রাত রাত দশটা নাগাদ বিশাল বিস্ফোরণের শব্দে এলাকা কেঁপে ওঠে। এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক।

জানা গেছে, আনন্দ মাইতির একটি বাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। পাশের আরো একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। রাতেই ঘটনাস্থলে ছুটে আসে কোলাঘাট থানার বিশাল পুলিশ বাহিনী ও দমকলের দুটি ইঞ্জিন। আগুনে পুড়ে যায় বাড়িটি। এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। এই বাজি কারখানায় বিস্ফোরণে কত জন আহত হয়েছে তা এখনো পরিষ্কার ভাবে জানা যায়নি। তবে স্থানীয় সূত্রের খবর, পাশের বাড়ির এক বৃদ্ধা জখম হয়েছেন । গতকাল রাত থেকে পুরো এলাকার ঘিরে রেখেছে পুলিশ। তবে বিস্ফারনের তীব্রতা এতোটাই ছিলো, জার শব্দ কয়েক কিলোমিটার দূর পর্যন্ত শোনা গেছে।

তবে এই গ্রামে এর আগেও একাধিক বার বিস্ফোরণ ঘটেছে। মারা গিয়েছে অনেকে। তবুও বন্ধ হয়নি এই বাজি তৈরির কাজ। রাত থেকেই এলাকা জনশূন্য।স্থানীয়রা বিস্ফোরণের বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হয়নি। পুলিশ সূত্রে জানা গেছে আজ ফরেনসিক বিশেষজ্ঞ দল এলাকায় আসবে তদন্ত করতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *