আমাদের ভারত, ব্যারাকপুর, ১০ জুন: আগ্নেয়াস্ত্র নিয়ে আচমকা হানা এক দুষ্কৃতীর। পাঁচ লক্ষ টাকা দাবি করে ওই দুষ্কৃতী। টাকা না পেয়ে তিনটি সোনার আংটি নিয়ে চম্পট দিল ওই দুষ্কৃতী। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রবিবার রাতে ভাটপাড়া পুরসভার ৩২ নম্বর ওয়ার্ডের মাদরাল ব্যানার্জিপাড়ায়। তদন্তে ভাটপাড়া থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে একটি বেসরকারি সংস্থার কর্মচারী দেবায়ন দে-র বাড়িতে আগ্নেয়াস্ত্র নিয়ে হানা দেয় এক দুষ্কৃতী। সেইসময় দেবায়ন বাড়িতে ছিলেন না। বাড়িতে তাঁর শ্বাশুড়ি মা ছিলেন। ওই দুষ্কৃতী ফোন করে দেবায়নকে বাড়িতে ডাকে। দেবায়নের অভিযোগ, আগ্নেয়াস্ত্র বের করে ওই দুষ্কৃতী তাঁর কাছে পাঁচ লক্ষ টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকার করলে পাঁচ বছরের পুত্র সন্তানের মাথায় পিস্তল ঠেকায় ওই দুষ্কৃতী। এরপর দেবায়নবাবুর হাতের পাঁচটি সোনার আংটি ছিনিয়ে নিয়ে চম্পট দেয় ওই দুষ্কৃতী। দেবায়ন জানিয়েছেন, ওই দুষ্কৃতী তাঁর পরিচিত। নৈহাটির বাসিন্দা দেবাশীষ মুখার্জি ওরফে ছোটকা। চার-পাঁচ বছর আগে দেবাশিস স্ত্রীকে সঙ্গে নিয়ে তাঁর বাড়িতে এসেছিল। তখনও তাঁর কাছে টাকা ধার চেয়েছিল দেবাশিস। ওইদিন রাতেই দেবায়ন ভাটপাড়া থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।