আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা, ২ ডিসেম্বর:
বাংলাদেশে হিন্দুদের উপর চলছে লাগাতার অত্যাচার। আর সেই অত্যাচারের প্রতিবাদ করে পথে নামল এদেশের হিন্দুরা। এই ঘটনার প্রতিবাদে হিন্দু জাগরণ মঞ্চের কর্মী সমর্থকরা বুধবার দুপুরে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে মহকুমা শাসকের দফতরের সামনে বিক্ষোভ দেখান। এ বিষয়ে মহকুমা শাসকের দফতরে তারা স্মারকলিপিও জমা দেন। যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয় সেই দাবিতেই এই বিক্ষোভ ও ডেপুটেশান কর্মসূচি পালন করেন হিন্দু জাগরণ মঞ্চের কর্মীরা। এদিন প্রায় শ’তিনেক কর্মী এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এই ঘটনায় যাতে মহকুমা শাসকের দফতরের সামনে বিশৃঙ্খলার সৃষ্টি না হয় সেই কারণে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল।