তৃণমূল কংগ্রেসের দুয়ারে সরকার কর্মসূচির পালটা শুরু করল বিজেপি

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ২ ডিসেম্বর: রাজ্যের তৃণমূল কংগ্রেসের “দুয়ারে সরকার” কর্মসূচির পালটা হিসেবে “গৃহ সম্পর্ক অভিযান” কর্মসূচি শুরু করল উত্তর দিনাজপুর জেলা বিজেপি। মানুষের ঘরে ঘরে পৌঁছে তৃণমূল কংগ্রেসের সন্ত্রাস, দুর্নীতি ও অপশাসন সম্পর্কে জানানোর পাশাপাশি আগামী বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে মমতা বন্দোপাধ্যায় ও তাঁর দলকে উৎখাত করার লক্ষ্য নিয়েই এই কর্মসূচি গ্রহন করা হয়েছে। আগামী ৩ রা ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত উত্তর দিনাজপুর জেলার প্রতিটি বুথে এই “গৃহ সম্পর্ক অভিযান” চলবে বলে জানিয়েছেন বিজেপির উত্তর দিনাজপুর জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী। বুধবার রায়গঞ্জ শহরের রোটারি হলে এই কর্মসূচি রূপায়নের লক্ষ্যে বিশেষ বৈঠকে বসে জেলা বিজেপি।

“আর নয় অন্যায়” এই স্লোগানকে সামনে রেখে রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারের “দুয়ারে সরকার” কর্মসূচির পাল্টা কর্মসূচি “গৃহ সম্পর্ক অভিযান” কর্মসূচি গ্রহন করল উত্তর দিনাজপুর জেলা বিজেপি। সারা বছর বিভিন্ন রাজনৈতিক কর্মকান্ডের সাথে যুক্ত থাকে দল তাই এবার সাধারন মানুষের সাথে নিবিড় যোগাযোগ করতে “গৃহ সম্পর্ক অভিযান” কর্মসূচি নিয়েছে বিজেপি।

বিজেপির উত্তর দিনাজপুর জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী বলেন, উত্তর দিনাজপুর জেলার ২০৭৩ টি বুথে প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সাথে যোগাযোগ স্থাপন করার পাশাপাশি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের রাজ্যজুড়ে সন্ত্রাস, দুর্নীতি ও অপশাসন নিয়ে মানুষকে অবগত করা হবে। আগামী রাজ্য বিধানসভা নির্বাচনে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে উৎখাত করার আবেদন করা হবে এই কর্মসূচিতে। তৃণমূল কংগ্রেস সরকারের পাল্টা এই কর্মসূচি কিনা তা জানতে চাওয়া হলে বিজেপির উত্তর দিনাজপুর জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী বলেন, বিজেপি কারও অনুকরণ করে না, বিজেপিকেই অনুকরণ করে তৃণমূল কংগ্রেস “দুয়ারে সরকার” কর্মসূচি নিয়েছে। বিজেপির এই “গৃহ সম্পর্ক অভিযান” কর্মসূচি নিয়ে জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সন্দীপ বিশ্বাস বলেন, বিজেপির কোনও কর্মসূচিই সফল হবে না। বিজেপি এমন একটি রাজনৈতিক দল যারা ধর্মের ভিত্তিতে চলে। এদের উন্নয়নমূলক কর্মসূচি নেই, এই ধরনের কর্মসূচি বাংলায় সফল হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *