আমাদের ভারত, ২৮ নভেম্বর: বাংলাদেশে হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের প্রতিবাদে কলকাতায় সনাতন সমাজ গর্জে উঠল আজ। বাংলাদেশি হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদ এবং চিন্ময় কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তির দাবিতে কলকাতায় বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের মিছিল ঘিরে তুলকালাম কান্ডও ঘটলো।
বেকবাগানে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাধে বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের সদস্যদের। পুলিশের ব্যারিকেড মিছিল আটকালে উত্তেজনা ছাড়ায়। ঘটনায় একজন পুলিশ কর্মী জখম হয়েছেন বলে দাবি প্রশাসনের। অন্যদিকে বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চ দাবি করেছে, তাদেরও দুই সদস্য আহত হয়েছেন।
শিয়ালদা থেকে কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের দপ্তর পর্যন্ত মিছিল করে বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চ। মিছিল বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের দপ্তরের দিকে এগোতে উত্তেজনা ছড়ায়। পুলিশের সঙ্গে বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চে সদস্যদের বচসা ও ধস্তাধস্তি হয়। পরে হিন্দু জাগরণ মঞ্চের ৫ সদস্য কমিশনের দপ্তরে যান।
চিন্ময় কৃষ্ণকে নিঃশর্ত মুক্তির দাবিতে গতকাল রাজপথে নেমেছিল বিজেপিও। রবীন্দ্র সদন থেকে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের দপ্তর পর্যন্ত মিছিল করেছিলেন বিজেপি নেতৃত্ব। মিছিল শেষে হাই কমিশনে যান শুভেন্দু অধিকারী সহ কয়েকজন বিজেপি বিধায়ক। কমিশনের অফিস থেকে বেরিয়ে ক্ষোভ উগড়ে দেন শুভেন্দু অধিকারী। তিনি ভিসা বন্ধের আবেদন জানানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। একই সঙ্গে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে বিরোধী দলনেতা বলেছেন, চিকিৎসার জন্য করাচি- লাহোরে যান। এখানে আসবেন না।