Ajmer Sharif, শিব মন্দিরের জায়গায় তৈরি হয়েছে আজমের শরিফ দরগা! আদালতে উঠল মামলা, নোটিশ গেল কেন্দ্রের কাছে

আমাদের ভারত, ২৮ নভেম্বর: শিব মন্দিরের জায়গায় তৈরি হয়েছে আজমের শরিফ দরগা। এমনটাই দাবি জানিয়েছে দুটি হিন্দুত্ববাদী সংগঠন। তাদের বক্তব্য, সমীক্ষা করেলেই এই তথ্য বেরিয়ে আসবে। আজ সেই মামলা আজমের আদালত গ্রহণ করেছে। মামলা গ্রহণ করেই কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক ও এএসআইকে নোটিশ পাঠিয়েছে আদালত।

তাজমহল, জ্ঞানব্যাপী, সম্ভালের জামা মসজিদের পর রাজস্থানের আজমের শরিফ, খাজা মইনুদ্দিন চিশতির দরগাও হিন্দু মন্দির বলে দাবি উঠলো। হিন্দু সেনা এবং মহারানা প্রতাপ সেনা নামের দুই হিন্দু সংগঠন দাবি করেছে, আজমের শরিফ দরগা আসলে হিন্দু শিব মন্দির ভেঙ্গে তৈরি করা হয়েছিল। এই সংগঠনগুলির দাবির প্রেক্ষিতে কেন্দ্র এবং এএসআইকে নোটিশ পাঠিয়েছে আজমের আদালত।

জানাযায়, আকবরের আমল থেকে এই দরগায় ইসলাম ধর্মের মানুষ এখানে আসেন। তবে ২০২২ সাল থেকে ওই দরগাকে শিব মন্দির বলে দাবি করে আসছে হিন্দুত্ববাদী সংগঠনগুলি। মহারানা প্রতাপ সেনা নামে সংগঠন বছর দুই আগে আজমের শরিফে সমীক্ষার দাবি করে একে হিন্দু মন্দির বলে দাবি জানিয়েছেন। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটও কেন্দ্রীয় সরকারের কাছে বৈজ্ঞানিক পরীক্ষার দাবি জানিয়েছে। স্বস্তিক চিহ্ন রয়েছে সেখানে বলে দাবি। সংগঠনের দাবি, এটা প্রথমে শিব মন্দির ছিল যা পরবর্তীতে দারগায় পরিণত করা হয়।

বুধবার রাজস্থানের আজমের আদালত ওই হিন্দুত্ববাদী সংগঠনগুলির আবেদন গ্রহণ করেছে। এই সম্পর্কে মতামত জানতে চেয়ে কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রক ও আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া’কে নোটিশ পাঠিয়েছে। ২০ ডিসেম্বর এই মামলার শুনানি, তার আগে কেন্দ্র এবং এএসআইকে মতামত জানাতে হবে।

উত্তরপ্রদেশে জ্ঞানব্যাপী মসজিদ নিয়েও একই বিতর্ক চলছে। মন্দিরের অজস্র নিদর্শন মিলেছে সেখানে। আর তাকে হাতিয়ার করে সরব হয়েছে হিন্দুরা। সেখানেও চলছে আইনি লড়াই। এবার বিতর্ক শুরু আজমের শরিফ দরগা নিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *