Higher Secondary আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষা, কড়া নিরাপত্তার মধ্য দিয়ে পরীক্ষা কেন্দ্রে ছাত্রছাত্রীরা

আমাদের ভারত, ব্যারাকপুর, ৩ মার্চ: এবছরের উচ্চ মাধ্যমিক (২০২৫) পরীক্ষা আজ ৩ রা মার্চ সোমবার শুরু হল, চলবে ১৮ মার্চ পর্যন্ত। রাজ্যের বিভিন্ন জেলায় সকাল থেকেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা ঘিরে তোরজোর তুঙ্গে। পরীক্ষা কেন্দ্রগুলিতে সিসি টিভির নজরদারির ব্যবস্থা যেমন রয়েছে তেমনি থাকছে মেটাল ডিটেক্টরের মাধ্যমে চেকিং ।

ব্যারাকপুর শিল্পাঞ্চলে যে সব স্কুলে উচ্চ মাধ্যমিকের সিট পড়েছে সেগুলোর মধ্যে অন্যতম নৈহাটি মহেন্দ্র উচ্চ বিদ্যানিকেতন। এবার এই স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ২৪৩ জন পরীক্ষায় বসছে। গোটা রাজ্যের মতো নিরাপত্তার কথা মাথায় রেখে সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রে মোতায়েন করা হয়েছে পুলিশ। স্কুল গেটে নিরাপত্তার জন্য বিশেষ নিরাপত্তা যন্ত্রের মাধ্যমে পরীক্ষা করেই পরীক্ষার্থীদের প্রবেশ করানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *