পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২ মার্চ: আবার প্রোমোটাররাজ পশ্চিম মেদিনীপুর জেলায়। আদিবাসীদের জমি দখলের অভিযোগ উঠল ডেবরা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ করের বিরুদ্ধে। অভিযোগ, আদিবাসী সম্প্রদায়ের মানুষজনদের জমি দখল করে নিচ্ছে প্রোমোটাররা। এই অভিযোগ তুলে রবিবার দুপুরে ডেবরা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ করের বাড়ি বিক্ষোভ দেখালো আদিবাসীরা। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গেল ডেবরা ব্লকের ডুঁয়া ১০/২ অঞ্চলের হামিরপুর এলাকায়।
যদিও ব্লক সভাপতি জানিয়েছেন, এই বিষয়ে তাঁর কিছু জানা নেই। বিক্ষোভকারী তথা বিজয় হেমরমের অভিযোগ, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসী সম্প্রদায়ের মানুষজনদের উন্নয়নের জন্য এগিয়ে এসেছেন। কিন্তু সেখানে দেখা যাচ্ছে ডেবরা ব্লকের প্রদীপ কর আদিবাসীদের জমি জায়গার চরিত্র বদল করে প্রোমোটারদের বিক্রি করে দিয়েছেন। তার জন্যই আন্দোলনে আমরা সামিল হয়েছি। এর পাশাপাশি তিনি আরো জানিয়েছেন, আন্দোলন চলতে থাকবে। আগামী ১৫ দিনের মধ্যে এই সমস্যার সুরাহা না হলে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।
অন্যদিকে ডেবরা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ কর জানিয়েছেন, এই বিষয় নিয়ে কিছু জানা নেই। কি উদ্দেশ্য ? কিসের জন্য বিক্ষোভ হচ্ছে তা আমার কোনো ধারণা নেই। কারো যদি কোনো বক্তব্য থাকে তাহলে আমাকে বলুক। যদি প্রশাসনিক কোনো বিষয় থাকে তাহলে বিএলআরও’র কাছে যেতে হবে। পাশাপাশি যদি রাজনৈতিক বিষয় থাকে তাহলে জানাতে পারে। খবর পেয়েছি ৪০-৫০ জন বাড়ির সামনে রয়েছে। তবে যারা রয়েছেন তারা ডেবরা ব্লকের কেউ নয়। কেউবা কারা তাদের ভুল বুঝিয়ে নিয়ে এসেছে।