Sukanta, BJP, TMC, উচ্চমাধ্যমিকের আগের রাতে স্কুলে সাড়ম্বরে পালিত যুব তৃণমূল নেতার জন্মদিন, পরীক্ষাকেন্দ্র কি টিএমসির ক্লাবহাউস, সরব সুকান্ত

আমাদের ভারত, ২ মার্চ: স্কুলের গেটের সামনে বিরাট বড় তোরণ আর বিরাট বড় ব্যানার। গেট থেকে হল ঘর পর্যন্ত বিরাট কার্পেট বিছানো। গোটা স্কুল সাজানো নীল- সাদা বেলুনে। বড় করে মঞ্চ। বিগ স্ক্রিনে অনুষ্ঠান চলছে। এলাহি আয়োজন। উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগের দিন স্কুলে বিরাট আরম্বরে পালন হলো এলাকার যুব তৃণমূল নেতার জন্মদিন। আর গোটা বিষয়টার ছবি পোস্ট করে তীব্র নিন্দা করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

দক্ষিণ ২৪ পরগনার ফতেপুর এলাকায় ফতেপুর শ্রীনাথ ইনস্টিটিউশনে যুব তৃণমূল নেতা জাহাঙ্গির খানের জন্মদিন উপলক্ষে বিশাল অনুষ্ঠানের আয়োজন করার অভিযোগ উঠেছে। জন্মদিন আবার পালন করা হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ঠিক আগের দিন। সুকান্ত মজুমদার তাঁর এক্স হ্যান্ডেলে সেই অনুষ্ঠানের ছবি পোস্ট করে লিখেছেন, সোমবার থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু। ফতেপুরের শ্রীনাথ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষার সিটও পড়েছে। পরীক্ষার আগের দিন পরীক্ষা কেন্দ্রগুলিতে একাধিক প্রস্তুতি নেওয়ার বিষয় থাকে। কিন্তু তার বদলে স্কুলে দেখা গেল ভিন্ন চিত্র। স্কুলে যুব তৃণমূল নেতা জাহাঙ্গির খানের জন্মদিন পালিত হয়েছে। তিনি প্রশ্ন তুলেছেন প্রশাসন কোথায়? তারা কি অন্ধ? তিনি লিখেছেন, “লজ্জাজনক! মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে বাংলায় শিক্ষা একেবারে নিচে নেমে গেছে! উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রাক্কালে, দক্ষিণ ২৪ পরগণার ফতেপুর শ্রীনাথ ইনস্টিটিউশন নামে একটি স্কুলে টিএমসি যুব নেতার জন্মদিন পালিত হচ্ছে, যেটি একটি অফিসিয়াল পরীক্ষার কেন্দ্র। আলো, গেট, প্যান্ডেল—একটি উৎসবের মতো, যখন শত শত শিক্ষার্থী আগামীকাল তাদের গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য উপস্থিত হতে চলেছে!”

তিনি প্রশ্ন তুলেছেন, “কোথায় প্রশাসন? নীরব, অন্ধ, সংঘবদ্ধ। এই হল টিএমসি-র অধীনে বাংলার শিক্ষার অবস্থা। স্কুলগুলি এখন পার্টি অফিস। পরীক্ষা কেন্দ্রগুলি টিএমসি ক্লাবহাউসে পরিণত হয়েছে!

মমতা বন্দ্যোপাধ্যায় বা তার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছে কি কোনো উত্তর আছে? নাকি শিক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্ট করাই তাদের একমাত্র অগ্রাধিকার?”

প্রশ্ন উঠেছে কে এই জাহাঙ্গির খান? ফলতা ব্লকের যুব তৃণমূল সভাপতি জাহাঙ্গির খান। এলাকায় তার যথেষ্ট প্রভাব বলে শোনা যায়। তিনি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ এবং বজবজ বিধানসভার পর্যবেক্ষক।

কিন্তু পরীক্ষার আগের দিন কেন স্কুলে তার জন্মদিন পালন তা নিয়ে সত্যিই প্রশ্ন উঠেছে শিক্ষা মহল থেকে। সাধারণ মানুষের মনেও প্রশ্ন উঠেছে কোন পরিবেশ বরাদ্দ হচ্ছে এরাজ্যের ছাত্র ছাত্রীদের জন্য?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *