Bhatpara, Bjp ভাটপাড়ায় বিজেপির প্রাক্তন জেলা সভাপতির বাড়ির সামনে ব্যাপক বোমাবাজি

আমাদের ভারত, ব্যারাকপুর, ২৯ মে: বিজেপি প্রার্থীকে প্রাণনাশের হুমকি দেওয়ার পর এবার বিজেপির প্রাক্তন জেলা সভাপতির বাড়ির সামনে ব্যাপক বোমাবাজি। মঙ্গলবার রাতের এই ঘটনা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের ভাটপাড়া এলাকার। বিজেপির অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনায় জড়িত।

মঙ্গলবার রাতে জগদ্দল থানার ভাটপাড়া পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডে বিজেপি নেতা উমা শঙ্কর সিংয়ের বাড়ির সামনে বোমাবাজি করলো দুষ্কৃতীরা। উমাবাবু বিজেপির ব্যারাকপুর জেলার প্রাক্তন সভাপতি। বোমাবাজি নিয়ে বুধবার সকালে নিজের এক্স হ্যান্ডেল থেকে টুইট করেন বিজেপি প্রার্থী অর্জুন সিং। তিনি নির্বাচন কমিশনকে পদক্ষেপ নিতে বলেন।

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, মদ্যপ অবস্থায় তৃণমূলের লোকজন আমাদের নেতার বাড়ির সামনে বোমা মেরেছে। দুষ্কৃতিদের ছবির সিসিটিভি ফুটেজ থাকা সত্ত্বেও পুলিশের কোনও ভূমিকা নেই। তাঁর হুঁশিয়ারি, পুলিশ পদক্ষেপ না করলে, তারা এর জবাব দিতেও জানে। প্রয়োজনে খোলা মাঠে লড়াই হবে।

এর আগে ভোট মিটে যাওয়ার পর অর্জুন সিং কে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছিল। হোয়াটসঅ্যাপে অডিও মেসেজে এই হুমকি দেওয়া হয়েছিল। কয়েকদিন পরে তৃণমূলের প্রার্থী পার্থ ভৌমিকও একই অভিযোগ করেন। তিনিও থানায় অভিযোগ করেন, তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *