আমাদের ভারত, ২৯ মে: সচেতনভাবে ভোট দেওয়ার আবেদন জানালেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
বুধবার তিনি এক্স-বার্তায় লিখেছেন, “যেন ভুলে না যাই! শিক্ষাক্ষেত্রে চাকরি চুরি! পুর-নিয়োগে চাকরি চুরি! কয়লা চুরি! গরু চুরি! রেশন চুরি! চাষের জমি চুরি! পিঠে বানানোর ছলে হিন্দু মহিলাদের ইজ্জত চুরি! বালি চুরি! পাথর চুরি! পায়খানা চুরি! ত্রিপল চুরি! সাইকেল চুরি!
এর উপর আছে উন্মত্ত সংখ্যালঘু তোষণ। আর রাজ্যে শিল্প আনা ইত্যাদির কথা নাই বা বললাম। এখন বসে আছি সৌরভের গ্রিলের কারখানা কবে চালু হবে, যার জন্য মাননীয়াকে স্পেন পর্যন্ত যেতে হয়েছিল!
গরম বা বৃষ্টি বলে ভোট দিতে যেতে পিছপা হবেন না। নচেৎ সর্বনাশ। বিজেপির কোনও বিকল্প নেই।”
অপর একটি এক্স-বার্তায় তিনি লিখেছেন, “কখনও আশা ছাড়বেন না। আমাদের সেই সম্ভাবনাকে বাতিল করতে হবে। আমাদের অবশ্যই নিশ্চিত করতে হবে যে এই দেশকে কেউ বিবেকহীন বংশবৃদ্ধি করে দখল করতে না পারে। মোদীজি বর্তমানের জন্য আমাদের একমাত্র ভরসা। তাঁর পরে যোগীজির মতো আরও কেউ থাকবেন।”