Mamata, Modi, “মোদীকে হয়তো আর ৭-৮ দিন প্রধানমন্ত্রী বলতে পারবো”, মমতার মন্তব্যে তোপ নেটনাগরিকদের

আমাদের ভারত, ২৮ মে: “এবার আর কেন্দ্রে ক্ষমতায় আসছে না বিজেপি। নরেন্দ্র মোদীকে হয়তো আর ৭-৮ দিন বলতে পারব প্রধানমন্ত্রী।” মঙ্গলবার বেহালার নির্বাচনী সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের খবর সামাজিক মাধ্যমে আসার পর তোপ দেগেছেন নেটনাগরিকদের একাংশ।

তপন মাইতি লিখেছেন, “তিহারের দরজা খোলা আছে।” সুমন কুমার দে লিখেছেন, “মমতা বেগমকে আমাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হোক বর্ষাকালীন ট্যুরে।” মৌসুমী মিমি লিখেছেন, “গরু খেয়ে দেখেছি, রেশনের চাল খেয়ে দেখেছি, কয়লা খেয়ে দেখেছি, সরকারি চাকরি খেয়ে দেখেছি, শান্তি শুধু রাতের বেলায় পিঠে খেতে।”

বিশ্বজিৎ হালদার লিখেছেন, “আপনি হয়তো আর কটা দিন মুখ্যমন্ত্রী থাকবেন।” সুরজিৎ দাস লিখেছেন, “ডাকাতরানি মমতা”। রাজ এস ঘোষ লিখেছেন, “দিদিকে বোরখা আর ফিরহাদকে লুঙ্গি পরে ঘুরতে দেখতে চাই।” কাঞ্চন চক্রবর্তী লিখেছেন, “৭-৮ দিন পর তিহার জেলের প্রস্তুতি নিন পিসি- ভাইপো।”

সুমন দেবনাথ লিখেছেন, “বাড়ির লোকের কাছে ধাক্কা খেয়ে দেখেছি। এবার বাকি রাজ্যের লোকের কাছে ঘাড় ধাক্কা খাওয়ার!” কান্ত রায় লিখেছেন, “এটাই চোরের রানীর মুক্তির একমাত্র পথ।” জয়ন্ত বিশ্বাস লিখেছেন, “অগ্রিম পরাজয়ের সমবেদনা রইল!”

সুজন দাস লিখেছেন, “এবার ৪০০ পার হবে বিজেপির আসন। আর পশ্চিমবঙ্গে জুনের ৪ তারিখের পর গেরুয়া ঝড় উঠবে। আর সেই গেরুয়া ঝড়ে ২০২৬ সালের বিধানসভা ভোটে তৃণমূল পশ্চিমবঙ্গ থেকে সারা জীবনের মতো বিদায় হয়ে যাবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *