আমাদের ভারত, ৯ সেপ্টেম্বর: আর জি কর-কাণ্ডে যখন গোটা রাজ্য উত্তাল, তখন জুনিয়র চিকিৎসকদের আন্দোলন ভাঙতে রাজ্য সরকারের চেষ্টা এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংবাদিক সম্মেলন নিয়ে
তোপ দাগলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
সোমবার এক্স হ্যান্ডলে শুভেন্দুবাবু লিখেছেন, “মাননীয়া, আপনি কি জনগণকে হাতের পুতুল পেয়েছেন? আপনি উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে, উৎসবে মেতে উঠতে বললে মেতে উঠবে, আন্দোলন বন্ধ করতে বললে বন্ধ করে দেবে।
এখনও তো দেবী পক্ষের সূচনা হয়নি, অসুরের বিনাশ বাকি রয়েছে। একটু ধৈর্য ধরুন, মাতৃশক্তি জাগ্রত হয়েছে, পশ্চিমবঙ্গকে স্বচ্ছ করেই ছাড়বেন।”
এদিন সন্ধ্যায় অপর একটি এক্স হ্যান্ডলে শুভেন্দুবাবু লিখেছেন, “বাঙালির দুর্ভাগ্য, আপনার মতো একজন মিথ্যাবাদী, মুখ্যমন্ত্রীর পদে আসীন রয়েছেন। আর কতো মিথ্যে কথা বলবেন আপনি, এবার থামুন।” সঙ্গে যুক্ত করেছেন বড় হরফে লেখা— “বাংলার মাটি বিপ্লবের আঁতুরঘর, প্রতিবাদের সুরে গ্রাম থেকে শহর জাস্টিস ফর আর জি কর প্রতিবাদ দমানো যাবে না”।