আমাদের ভারত, ৯ সেপ্টেম্বর: “আমরা বামফ্রন্ট সরকার নই”। এভাবে সিপিএম সম্পর্কে তোপ দেগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার অভিযোগ করেন, স্বাস্থ্য দফতরে ঘুঘুর বাসা ঢুকিয়ে রেখে গিয়েছিলেন তাঁরাই। তাপসী মালিককে ধর্ষণ করে খুন, সিঙ্গুর-নন্দীগ্রাম সহ তাঁকে খুনের চক্রান্তের প্রসঙ্গ ফের টেনে আনেন।
তৃণমূল নেত্রী সিপিএমকে দুষে নবান্নে সাংবাদিক সম্মেলনে বলেন, “আমাদের সরকার বাম সরকার নয়। সিঙ্গুর নিয়ে আমি ২৬ দিন অনশনে বসেছিলাম। একবারও তারা কেউ আমার সঙ্গে কথা বলেনি। জেনে রাখুন তাপসী মালিককে ধর্ষণ করে খুন করা হয়েছিল লক্ষ্মী ঠাকুরের ভোগ করার উনুনে। তারও কিন্তু উপযুক্ত সাজা হয়নি। কেসটা সিবিআইয়ের কাছে ছিল।
নন্দীগ্রামে ১৪ জনের সাজা এখনও জানি না। ১০ জন এখনও নিখোঁজ। তারা এখনও ফিরে আসেনি। যাঁরা আজকে বড়বড় কথা বলছেন, স্বাস্থ্য দফতরে ঘুঘুর বাসা ঢুকিয়ে রেখে গিয়েছিলেন তাঁরাই। সেই ঘুঘুর বাসাটা আমরাটা ভাঙতে পারিনি, কারণ ওখানে বামফ্রন্টের লোক বসে আছে বলে দাবি করেন মমতা।”