আমাদের ভারত, ৯ সেপ্টেম্বর: পুজোর আগে বাজারদর বৃদ্ধি রুখতে প্রশাসনিক বৈঠকে সতর্ক করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টাস্ক ফোর্সকে কার্যকর করার নির্দেশ দেন তিনি।
সোমবার তিনি বলেন, আগে রাজ্যের চাহিদা মেটাতে হবে, তারপর উদ্বৃত্ত হলে বাইরে পাঠানোর কথা ভেবে দেখা যাবে। আলুর দাম নিয়ন্ত্রণে রাখতে হবে। ভিন রাজ্যে আলু পাঠানোর আগে রাজ্যকে সুরক্ষিত রাখতে হবে।
উল্লেখ্য, সামনেই রয়েছে উৎসবের মরশুম। বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড, ওড়িশা, অসম, ত্রিপুরায় রাজ্য থেকে প্রচুর পরিমাণে আলু রফতানি করা হয়। কিন্তু, মমতার কথামতো যদি অধিকাংশ বিজেপি শাসিত রাজ্যে আলু পাঠানো বন্ধ হয়ে যায়, তাহলে পুজো-দেওয়ালির আগে ব্যাপক ব্যবসা মার খাবে সংশ্লিষ্ট সরকারগুলির।