সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১১ জুন: স্কুল থেকে বাড়ি ফেরার পথে খাবারের লোভ দেখিয়ে বাড়িতে ডেকে বালিকাকে যৌন হেনস্থা করার অভিযোগ উঠল প্রতিবেশী দাদুর বিরুদ্ধে। অভিযোগ পাওয়ার পর পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার মছলন্দপুর এলাকায়। ধৃতের কঠোর শাস্তির দাবি জানিয়েছে বালিকার পরিবার।
স্থানীয় সূত্রের খবর, বছর আটেকের ওই বালিকাকে চলতি মাসের ২ তারিখ যৌন হেনস্থা করা হয়। ওইদিন স্কুল থেকে বাড়ি ফিরছিল ওই বালিকা। খাবারের লোভ দেখিয়ে তাকে নিজের বাড়িতে ডাকে বছর সত্তরের ওই বৃদ্ধ। তাকে যৌন নির্যাতন করা হয় বলে অভিযোগ। এরপর গত সোমবার তাকে ফের খাবারের লোভ দেখিয়ে বাড়িতে ডাকে প্রতিবেশী ওই দাদু। ওই বালিকা যেতে রাজি হয়নি। তারপরই সামনে আসে ঘটনাটি। সে তার পরিবারকে সব কিছু জানায়। এরপর ওই বালিকার পরিবার গোবরডাঙা থানায় ওই বৃদ্ধের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে মঙ্গলবার রাতে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করে মছলন্দপুর ফাঁড়ির পুলিশ। পকসো আইনে তার বিরুদ্ধে মামলা রুজু করে বুধবার অভিযুক্তকে বারাসত আদালতে তোলা হয়।
বালিকার মা বলেন, আমার মেয়ে স্কুল থেকে ফিরছিল। মেয়েকে খাবার দেবে বলে ডাকে। মেয়ের সঙ্গে ওর ছোট বোন ছিল। মেয়েকে বলে বোনকে বাড়িতে রেখে আয়। আমি চাই অভিযুক্তের কঠোর শাস্তি হোক।”