আমাদের ভারত, হাওড়া, ৮ মার্চ: করোনা ভাইরাস বায়োলজিক্যাল অস্ত্র কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করলেন রাজ্যপাল জগদীপ ধনকর। আজ হাওড়া হাওড়ার শরৎ সদনে বিশ্ব নারী দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এই সন্দেহ প্রকাশ করেন। তিনি বলেন আগে অস্ত্র নিয়ে মুখোমুখি লড়াই হতো, এখন লড়াইয়ের ধরন বদলে গেছে। এই করোনা ভাইরাস সেরকমই বায়োলজিক্যাল কিনা তার তদন্ত চলছে।
এই প্রসঙ্গে তিনি বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে কেন্দ্র এবং রাজ্যকে একই সঙ্গে কাজ করতে হবে। রবিবার হাওড়ার শরৎ সদনের অনুষ্ঠানে তিনি বলেন, করোনার বিপদ কেউ অবজ্ঞা করতে পারে না। এই সময় কেন্দ্র বা রাজ্য কে কি করছে তা দেখলে লড়াইয়ের দিশা পাওয়া যাবে না। বরং নিজেদের পরিকাঠামো এবং সম্পদ নিয়ে ঝাঁপিয়ে পড়ে কাজ করলে ফল পাওয়া যাবে এবং সাধারণ মানুষকে বিপদ সম্পর্কে সচেতন করা যাবে। এদিন তিনি বলেন আগে মুখোমুখি অস্ত্রশস্ত্র নিয়ে লড়াই হতো এখন বায়োলজিক্যাল অস্ত্র দিয়ে লড়াই চলে। করোনা ভাইরাস বায়োলজিক্যাল অস্ত্র কিনা তা নিয়ে তদন্ত চলছে।