আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ৮ মার্চ: বিশ্বভারতীর পর করোনা ভাইরাসের আতঙ্কে দোলের দিন বসন্তোৎসব হচ্ছে না বলে নোটিশ ঝুলিয়ে দিল উত্তর ২৪ পরগণার গোবরডাঙ্গা আবাসিক আশ্রমে। ১০ বছর ধরে হয়ে আসা বসন্ত উৎসব হবে না শুনে পড়ুয়ারা সকাল থেকে মন খারাপ করে বসে। হতাস এলাকার বাসিন্দারাও। করোনা ভাইরাসের আতঙ্ক গ্রাস করেছে শিক্ষকদেরও।
করোনা আতঙ্কে কাঁপছে গোটা বঙ্গ। আশঙ্কা সত্যি এবার বিশ্বভারতী থেকে শান্তিনিকেতন সমস্ত ঐতিহ্যাবাহী বসন্তোৎসব বাতিল হয়েছে। মারণ জীবাণু সংক্রমণের ভয়ে এবছর আর ফাগের রঙে রং মেলাতে পারবে না এই অনাথ আশ্রমে। রবিবার সকালে এই খবর জানিয়েছেন আশ্রম কর্তৃপক্ষ। আর তা ছড়িয়ে পড়তেই মন খারাপ ক্ষুদে পড়ুয়াদের। শারমিনা খাতুন, পূজা মাহেলা, সুমিত বসু, বনশ্রী দে রবিবার সকাল থেকে এদের সকলের মন খারাপ, কারণ এবছর বসন্ত উৎসব হবে না। গত ১০ বছর ধরে শিশুদের এই অনাথ আশ্রমে বসন্ত উৎসব হয়ে আসছে। হঠাৎ করে এই ধরনের ঘোষণায় ভেঙে পড়েছে আবাসিকরা।
কর্তৃপক্ষ বিন্দু দাস জানিয়েছেন, করোনা ভাইরাস আতঙ্কে বিশ্বভারতীর ঘোষণার পর তাদের এই সিদ্ধান্ত।