আমাদের ভারত, হাওড়া, ৮ মার্চ: রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন রাজ্যপাল জগদীপ ধনকর। নারী দিবস উপলক্ষে হাওড়ার শরৎ সদনের এক অনুষ্ঠানে এসে তিনি বলেন, আইন অনুযায়ী ওই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদত্যাগ পত্র একমাত্র আচার্যের কাছে জমা দিতে পারেন। কিন্তু রাজভবনে কোনও পদত্যাগপত্র পাঠাননি উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরী। উপাচার্যের পদত্যাগপত্র গ্রহণ হবে কিনা সে ব্যাপারে একমাত্র সিদ্ধান্ত নিতে পারেন আচার্য অর্থাৎ রাজ্যপাল। কোনও অবস্থাতেই উচ্চ শিক্ষা মন্ত্রী এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেন না।
তিনি বলেন, রাজ্যপালের ক্ষমতার পরিসরে শিক্ষা মন্ত্রী কখনো ঢুকতে পারেন না। এটা ঠিক নয়। তবে শিক্ষামন্ত্রীর সমস্যা সমাধানের উদ্যোগকে ইতিবাচক বলেন। তিনি বলেন, তাঁর জায়গায় তিনি থাকলে একই সিদ্ধান্ত নিতেন শিক্ষার উন্নয়নের স্বার্থে। তিনি আরো জানান শিক্ষামন্ত্রীর সঙ্গে এ ব্যাপারে ভবিষ্যতে কথা বলবেন।