Governor, CM, ধূপগুড়ির আইনশৃঙ্খলা নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে কৈফিয়ৎ তলব রাজ্যপাল বোসের

আমাদের ভারত, ১৯ মে: জলপাইগুড়ি জেলার ধুপগুড়ির ঘটনা সম্পর্কে রাজ্যকে অবিলম্বে রিপোর্ট দিতে বললেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল ডঃ সিভি আনন্দ বোস।

রবিবার রাজভবন থেকে এক্স হ্যান্ডলে এ খবর জানানো হয়েছে। তাতে লেখা, “ভারতের সংবিধানের ১৬৭ (খ) ধারা অনুযায়ী রাজ্যপাল ড: সি. ভি. আনন্দ বোস গত ১৬-১৭ মে রাতে জলপাইগুড়ি জেলার ধুপগুড়িতে ঘটে যাওয়া আইনশৃঙ্খলার ঘটনাগুলির বিষয়ে রাজ্য সরকারের কাছে অবিলম্বে রিপোর্ট চেয়েছেন।”

প্রসঙ্গত, মন্দিরে হানা দিয়েছে দুষ্কৃতীরা— এই অভিযোগ ছড়িয়ে পড়ায় শনিবার চাঞ্চল্য ছড়ায় ধূপগুড়িতে। দোষীদের গ্রেফতারির দাবিতে শনিবার সকাল থেকে দফায় দফায় পথ অবরোধ, বিক্ষোভ দেখায় এলাকাবাসীরা৷ ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী৷ পরে অবরোধকারীরা রেললাইনে বসে পড়ে। তার জেরে দিল্লীগামী সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস থেকে শুরু করে শিয়ালদাগামী তিস্তা তোর্ষা এক্সপ্রেস ও কয়েকটি মালগাড়ি খলাইগ্রাম স্টেশনে আটকে যায়। পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয়রা। ধুপগুড়ির ব্লকের বিভিন্ন এলাকায় পথ আটকে জ্বালানো হয়েছে টায়ার৷ পুলিশ সুপারকেও ঘটনাস্থলে যেতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ৷ জাতীয় সড়কে বিক্ষোভ চলায় উত্তর-পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়৷ এই বিক্ষোভের নেপথ্যে কারা রয়েছে, তার খোঁজ করছে পুলিশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *