আমাদের ভারত, ১৯ মে: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ম আর রাজনীতি মিশিয়ে দেওয়া নিয়ে তোপ দাগলেন বিজেপি-র তরফে পশ্চিমবঙ্গের সহ-পর্যবেক্ষক অমিত মালব্য।
অমিতবাবু রবিবার এক্স হ্যান্ডলে লিখেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায় হতাশ এবং অভিযোগ করেছেন যে ইসকন, ভারত সেবাশ্রম সংঘ এবং রামকৃষ্ণ মিশনের কয়েকজন সন্ন্যাসী বিজেপিকে সাহায্য করছেন। কিন্তু ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে, গত বছর ঈদের সময় মুখ্যমন্ত্রী মুসলমানদের টিএমসির পিছনে এবং বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছিলেন। ধর্ম আর রাজনীতি মিশিয়ে দিচ্ছেন?”
প্রসঙ্গত, মমতা শনিবার নির্বাচনী সভায় বলেছেন, “সব সাধু তো সমান হয় না। সব স্বজন সমান হয় না। আমাদের মধ্যেও সবাই সমান? না। এই যে বহরমপুরের একজন মহারাজ আছেন। আমি শুনেছি অনেক দিন ধরে। কার্তিক মহারাজ। ভারত সেবাশ্রম সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম। আমার শ্রদ্ধার্ঘের একটা তালিকায় তাঁরা অনেক দিন ধরে আছেন। কিন্তু, যে লোকটা বলেন, আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেব না। সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না। তার কারণ তিনি সরাসরি রাজনীতি করে দেশটার সর্বনাশ করছেন।”