পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: ভারতীয় রেলওয়ে মালগুদাম শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত হয়ে গেল গুরুত্বপূর্ণ কর্মীদের নিয়ে পশ্চিম মেদিনীপুরের বরকোলা ইউনিয়ন অফিসে। এইদিন সাধারণ সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সদ্য দ্বিতীয়বার নির্বাচিত জাতীয় সভাপতি ড: পরিমল কান্তি মন্ডল, সাধারণ সম্পাদক ইন্দুশেখর চক্রবর্তী, কেন্দ্রীয় কমিটির সদস্য কৌশিক গাঙ্গুলি, সুমন ঘোষ, সংগঠনের শহিদ ক্ষুদিরাম ইউনিটের সভাপতি বুবাই ধল, ইউনিটের কোষাধ্যক্ষ কৃষ্ণেন্দু মাইতি সহ সংগঠনের খড়্গপুর ও আদ্রা ডিভিশনের শতাধিক নেতৃত্বরা।
এদিন ড: পরিমল কান্তি মন্ডল সংগঠনের সাম্প্রতিক সাফল্য কর্মীদের কাছে তুলে ধরেন এবং এই সংগঠন যে বর্তমানে আন্তর্জাতিক শ্রমিক সংগঠনের (ILO)-র সাথে কাঁধে কাঁধ মিলিয়ে অসংগঠিত শ্রমিকদের জন্য সামাজিক নিরাপত্তার বিষয়ে কাজ করবেন সেই বিষয়েও কর্মীদের কাছে বিশদে তুলে ধরেন। নির্দেশ দেন সকলেই যেন সামাজিক নিরাপত্তার সুবিধা পেতে পারে। উপস্থিত সদস্যরা করতালি দিয়ে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে অভিনন্দন জানান। এইদিন শ্রম পাঠশালার পক্ষ থেকেও জাতীয় সভাপতি ও সাধারণ সম্পাদককে উত্তরীয় ও পুষ্পস্তবকের মাধ্যমে অভিবাদন জানানো হয়।
অবশেষে দীর্ঘ আলোচনা করার পর সভাপতি ও সম্পাদক সমেত একটি প্রতিনিধি দল কলাইকুন্ডা নিমপুরা মালগোডাউন পরিদর্শন করেন এবং কর্মসূচি সমাপ্ত করে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন।