পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: বাল্য বিবাহ রোধ করতে একগুচ্ছ পদক্ষেপ গ্রহণ করলো পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন। মঙ্গলবার জেলা শাসক খুরশেদ আলি কাদেরি বাল্য বিবাহ রোধে একটি সচেতনতামূলক ভিডিও প্রকাশ করেন এবং বিভিন্ন ভাষায় হেল্প লাইন নম্বর চলুন করে জানান পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জেলা পশ্চিম মেদিনীপুর। মুখ্যমন্ত্রী কন্যাশ্রী, রূপশ্রী, মেধাশ্রী প্রকল্প চালু করেছন। স্কুলে গড়ে উঠেছে কন্যাশ্রী ক্লাব। তারা বাল্য বিবাহ ঠেকাতে কাজ করছে। এর পরেও জেলার বেশ কয়েকটি গ্রামে বাল্য বিবাহের মতো ঘটনা ঘটেছে। একে শূন্যে নামিয়ে আনতে সকলকে এগিয়ে আসতে হবে।
জেলা শাসক এদিন বিভিন্ন ভাষায় লেখা ‘১০৯৮’ ও ‘১১২’ এই দুটি হেল্প লাইন নম্বর চালু করেন। জেলার
২১টি পঞ্চায়েত সমিতি এলাকার ৩০৪টি স্থানে এগুলি লাগানো হবে। যাতে সহজে সকলের নজরে পড়ে। কোথাও বাল্য বিবাহের ঘটনা ঘটলেই কন্ট্রোল রুমে খবর আসলেই পৌঁছে যাবে উদ্ধারকারী দল। হেল্প লাইন নম্বর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক কেম্পা হোন্যাইয়া, জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক বরুণ মণ্ডল।