Kolkata, প্রধানমন্ত্রীর সফরের দিন থেকেই কলকাতার বিভিন্ন এলাকায় ১৪৪ ধারা জারির নোটিশ, বহাল থাকবে দু’ মাস

আমাদের ভারত, ২৪ মে: ২৮ মে থেকে দু’ মাসের জন্য কলকাতার বিভিন্ন এলাকায় ১৪৪ ধারা জারির নোটিশ দেওয়া হয়েছে। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল জানিয়েছেন, হিংসাত্মক কর্মসূচির ছক চলছে কলকাতায়। উত্তপ্ত হয়েছে কয়েকটি এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এই সিদ্ধান্ত।

পুলিশ কমিশনার জানিয়েছেন, উত্তপ্ত হয়ে উঠতে পারে বউ বাজার থানা, হেয়ার স্ট্রিট থানার অন্তর্গত এলাকাগুলি। গন্ডগোল হতে পারে ধর্মতলা চত্বরে কে সি দাস মোড় থেকে ভিক্টোরিয়া হাউস এর দিকে আসার রাস্তায়। তাই দু’মাস কলকাতার ঐ নির্দিষ্ট এলাকাগুলিতে কোন মিটিং, মিছিল, রোড শো বা অন্য কোন জামায়াত করা যাবে না। এই দুই মাস কলকাতার ঐ নির্দিষ্ট এলাকাগুলিতে পাঁচজন বা তার বেশি জনের জমায়েত করা যাবে না। এই এলাকাগুলিতে ধর্নাতেও বসা যাবে না। কারো হাতে ধারালো অস্ত্র, লাঠি জাতীয় কোন কিছু থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুলিশ।

ঘটনাচক্রে যেদিন থেকে কলকাতায় ১৪৪ ধারা জারি হচ্ছে, ওই একই দিনে কলকাতায় রোড শো করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। প্রত্যেক দফার ভোটের আগেই রাজ্যে নিয়মিত প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে এখনও পর্যন্ত রাজ্যে রোড শো করেননি মোদী। আগামী মঙ্গলবারই প্রথম রোড শো করার কথা মোদীর। তারপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা রয়েছে কলকাতায়।

যদিও পুলিশ কমিশনার যে এলাকাগুলিতে ১৪৪ ধারা জারির কথা বলেছেন প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী কারোরই সেই এলাকাগুলিতে রোড শো বা পদযাত্রা করা সম্ভাবনা নেই।

বিজেপি সুত্রে খবর, ইতিমধ্যেই মোদীর রোড শো কোন পথে যাবে তা প্রধানমন্ত্রী দপ্তরের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত হয়ে গেছে। মোদীর নিরাপত্তা সহ অন্যান্য দিক খতিয়ে দেখেই যাত্রাপথ নির্দিষ্ট হয়েছে। শেষ মুহূর্তে কোন রদবদল না হলে, মঙ্গলবার মোদীর রোড শো শুরু হবে স্বামী বিবেকানন্দের বাড়ি থেকে। শেষ হবে শ্যামবাজার পাঁচমাথা মোড়ে। বিবেকানন্দের মূর্তির মাল্যদান করে রোড শো শুরু করবেন প্রধানমন্ত্রী। বিধান সরণি দিয়ে মোদীর রোড শো এগিয়ে যাবে শ্যাম বাজারের দিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *