vote, West Medinipur, পশ্চিম মেদিনীপুর জেলায় ৩৯ লক্ষ ৮১ হাজার ৮৪০ জন ভোটার ভোট দেবেন শনিবার

পার্থ খাঁড়া, আমাদের ভারত, ২৪ মে: ইতিমধ্যেই দেশের অষ্টাদশ লোকসভা নির্বাচন শুরু হয়েছে। আগামীকাল ষষ্ঠ দফার নির্বাচন। পশ্চিম মেদিনীপুর জেলাতেও ষষ্ঠ দফায় নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলির মধ্যে তৎপরতা শুরু হয়েছে। এই জেলাতে বর্তমানে ১৫ টি বিধানসভা কেন্দ্র এবং মেদিনীপুর ও ঘাটাল এই দুটি লোকসভা কেন্দ্র রয়েছে। ঘাটাল লোকসভা কেন্দ্রের মধ্যে রয়েছে সবং, পিংলা, ডেবরা, দাসপুর, ঘাটাল, কেশপুর এবং পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া (পশ্চিম) বিধানসভা কেন্দ্র। অন্যদিকে, মেদিনীপুর লোকসভা কেন্দ্রের মধ্যে রয়েছে দাঁতন, কেশিয়াড়ি, খড়্গপুর সদর, নারায়ণগড়, খড়্গপুর গ্রামীণ, মেদিনীপুর ও পূর্ব মেদিনীপুরের এগরা বিধানসভা কেন্দ্র।

জেলায় মোট ভোটারের সংখ্যা ৩৯ লক্ষ ৮১ হাজার ৮৪০ জন এর মধ্যে পুরুষ ভোটার ২০ লক্ষ ২১৮ জন এবং মহিলা ভোটারের সংখ্যা ১৯ লক্ষ ৭৩ হাজার ৫৭৮ জন। জেলায় তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৪৪ জন। জেলার ভোটারদের ক্ষেত্রে লিঙ্গের অনুপাত প্রতি এক হাজার পুরুষ পিছু ৯৮৩ জন মহিলা। আজ জেলার বিভিন্ন স্থানে ডিস্ট্রিবিউশন সেন্টার থেকে নির্বাচনে যুক্ত কর্মিদের আগামীকালের জন্য ভোটের ইভিএম মেশিন এবং নানা জিনিসপত্র নিয়ে বুথের উদ্দেশ্যে রওনা দিয়েছে। সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জ‌ওয়ান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *