Madhyamik, Bankura, বাঁকুড়ায় মাধ্যমিক পরীক্ষার্থী ৪৮,৪৭৬, জেলায় বেশি মহিলা পরীক্ষার্থীর সংখ্যা

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৯ফেব্রুয়ারি: বাঁকুড়া জেলায় ৪৮৪৭৬ জন পরীক্ষার্থী এবার মাধ্যমিক পরীক্ষায় অবতীর্ণ। ছাত্রর তুলনায় এবার বেশি ছাত্রীর সংখ্যা। ২০২৪ সালের তুলনায় এবার ২৩৯৩ জন পরীক্ষার্থী বেশি রয়েছে। জেলায় এবারও মহিলা পরীক্ষার্থীর সংখ্যা তুলনামূলক অনেক বেশি। ২১৯৪৫ জন পুরুষ ও ২৬৫৩১জন মহিলা পরীক্ষার্থী রয়েছে। গত মাধ্যমিক পরীক্ষার তুলনায় এবার ৪৩৬ পুরুষ ও ১৯৫৭ মহিলা পরীক্ষার্থী বেশি রয়েছে। জেলায় ২০২৪ সালে ৪৬০৮৩ জন শিক্ষার্থী জীবনের প্রথম সব থেকে বড় পরীক্ষা মাধ্যমিক দিয়েছিলেন।

জেলার ১১৫টি কেন্দ্রে পরীক্ষা গৃহীত হবে। জেলার তিনটি মহকুমা বাঁকুড়া সদর, খাতড়া ও বিষ্ণুপুরে পুরুষ ও মহিলা পরীক্ষার্থীর সংখ্যা গত বছরের তুলনায় বাড়লেও বিষপুরে ৮৪ পুরুষ পরীক্ষার্থী কমেছে। বাঁকুড়া সদর, খাতড়া ও বিষ্ণুপুরে পুরুষ পরীক্ষার্থীর সংখ্যা যথাক্রমে ৯৩২৮ জন, ৬৭৩৯ জন ও ৫৮৭৮ জন এবং মহিলা পরীক্ষার্থীর সংখ্যা যথাক্রমে ১১৩৯৮ জন, ৮০৯০ জন এবং ৭০৪৩ জন। এই পরীক্ষা সার্বিক সফল করে তুলতে জেলায় জোর প্রস্তুতি রয়েছে।

বাঁকুড়া জেলা বাস মালিক কল্যাণ সমিতির পক্ষ থেকে পরীক্ষা দিতে যাওয়া ও আসার জন্য তাদের কাছ থেকে কোনো ভাড়া নেওয়া হবে না বলে ঘোষণা করা হয়েছে। প্রতিটি বাসে সে বিষয়ে নোটিশ দেওয়া হয়েছে সমিতির পক্ষে।

এদিকে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, সাম্প্রতিক কালে মাধ্যমিক পরীক্ষায় টোকাটুকি থেকে প্রশ্নফাঁস একাধিক গোলযোগের অভিযোগ উঠে এসেছে। এবার কড়া হাতে এসব মোকাবিলা করার কথা বলেছেন। প্রতিটি স্কুলের টয়লেটেও বিশেষ নজর রাখতে বলা হয়েছে। তাই সেখানেও নজরদারি চালাতে হবে। পরীক্ষা কেন্দ্রে প্রতি বছরের মত এবারও অভিভাবক ঢুকতে পারবেন না। প্রশ্নফাঁস ও টুকলি রুখতে বিশেষ টিম নজরদারি চালাবে পরীক্ষা কেন্দ্রগুলিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *