Eye Examination, Keshpur, কেশপুরে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশন শিবির

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৩ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের মুগবসানের এবি মার্কেটে ডাঃ সেখ কমরুদ্দিনের চেম্বারে বুধবার বিনামূল্যে একটি চক্ষু পরীক্ষা ও চক্ষুছানি অপারেশন শিবিরের আয়োজন করা হয়। পশ্চিম মেদিনীপুর এবি হিউম্যান কেয়ার সোসাইটির ব্যাবস্থাপনায় ও দৃষ্টি দান চশমা দোকানের সহযোগীতায় এই শিবির অনুষ্ঠিত হয়।

এদিনের এই শিবিরে চক্ষু পরীক্ষার জন্য উপস্থিত ছিলেন ডাক্তার অর্ণব ঘোষ, এমবিবিএস- ডিও- আই সার্জেন। শিবিরে ৯৮ জনের চক্ষু পরীক্ষা করা হয়। সেই সঙ্গে ১১ জনের বিনামূল্যে চোখের ছানি অপারেশনের সু- ব্যবস্থা করা হয়।

শিবিরের শেষে সোসাইটির সম্পাদক ডাক্তার সেখ কমরুদ্দিন বলেন, আগামী প্রতি মাসে একদিন করে এইরকম বিনামূল্যে শিবির করে মানুষের পাশে থাকতে চায় পশ্চিম মেদিনীপুর এবি হিউম্যান কেয়ার সোসাইটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *