পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৩ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের মুগবসানের এবি মার্কেটে ডাঃ সেখ কমরুদ্দিনের চেম্বারে বুধবার বিনামূল্যে একটি চক্ষু পরীক্ষা ও চক্ষুছানি অপারেশন শিবিরের আয়োজন করা হয়। পশ্চিম মেদিনীপুর এবি হিউম্যান কেয়ার সোসাইটির ব্যাবস্থাপনায় ও দৃষ্টি দান চশমা দোকানের সহযোগীতায় এই শিবির অনুষ্ঠিত হয়।
এদিনের এই শিবিরে চক্ষু পরীক্ষার জন্য উপস্থিত ছিলেন ডাক্তার অর্ণব ঘোষ, এমবিবিএস- ডিও- আই সার্জেন। শিবিরে ৯৮ জনের চক্ষু পরীক্ষা করা হয়। সেই সঙ্গে ১১ জনের বিনামূল্যে চোখের ছানি অপারেশনের সু- ব্যবস্থা করা হয়।
শিবিরের শেষে সোসাইটির সম্পাদক ডাক্তার সেখ কমরুদ্দিন বলেন, আগামী প্রতি মাসে একদিন করে এইরকম বিনামূল্যে শিবির করে মানুষের পাশে থাকতে চায় পশ্চিম মেদিনীপুর এবি হিউম্যান কেয়ার সোসাইটি।