পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৩ ফেব্রুয়ারি: সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে বিগত বছরগুলোর মতো এবারও রক্তদান শিবিরের আয়োজন করলো সুপ্রিম ইন্ডাস্ট্রিজ লিমিটেড। পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকে অবস্থিত সুপ্রিম ইন্ডাস্ট্রিজ লিমিটেড ক্যাম্পাসে বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো একটি বৃহৎ আকারের রক্তদান শিবির। এই শিবির আয়োজনে সহযোগিতা করে কনফেডারেশন অফ পূর্ব অ্যান্ড পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এবং মেদিনীপুর ভলান্টারি ব্লাড ডোনার্স সোসাইটি।
এদিনের শিবিরে মোট ১৪০ জন রক্তদাতা রক্তদান করেন। শিবিরে রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন সুপ্রিমের দুই কর্মকর্তা উদয়ন ভাদুড়ি ও প্রসেনজিৎ লাহিড়ী, ডিসিসিআই- এর পক্ষে নেতৃত্ব চন্দন রায়, অসীম কাইতি, এডি বর্মন, ব্লাড ডোনার্স সোসাইটির পক্ষে সম্পাদক সুশীল চ্যাটার্জি, সুদীপ কুমার খাঁড়া প্রমুখ। এদিনের শিবিরে রক্ত সংগ্রহ করেন মেদিনীপুর ও খড়্গপুর ব্লাড সেন্টার কর্তৃপক্ষ।