আশিস মণ্ডল, আমাদের ভারত, রামপুরহাট, ১৩ ফেব্রুয়ারি: জুতোর সুকতলা খুইয়ে নয়, খুব সহজ উপায়ে উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে ঋণের অর্থ। শহর ছাড়িয়ে গ্রাম-মফঃস্বল এলাকায় মানুষের অর্থনীতিকে চাঙ্গা করতে এবার ঋণ মেলার আয়োজন করল পাঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্কের রামপুরহাট শাখা। লক্ষ্য গ্রামীণ মানুষের হাতে টাকা পৌঁছে দেওয়া এবং গ্রামবাংলার মানুষকে স্বাবলম্বী করা।
দেশের মানুষকে স্ববলম্বী করতে বিভিন্ন প্রকল্প চালু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর মধ্যে রয়েছে মুদ্রা যোজনা। এই প্রকল্পে ১০ লক্ষ টাকা থেকে এক কোটি টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন উপভোক্তারা। শুধু বড় শিল্পই নয়, ছোট ও মাঝারি শিল্পকেও দেদার ঋণ বিলি করার উদ্দেশ্যে মেলার আয়োজন করা হয়েছে বলে জানান ব্যাঙ্ক কর্তারা। ঋণের সুদের হার ৮.১৫ থেকে ঋণের বেসিক রেট ৮.৪০ শতাংশ। তার উপর .১৫ শতাংশ ছাড় দেওয়া হবে। ৩১ মার্চ পর্যন্ত এই ঋণ দান প্রক্রিয়া চলবে বলে জানান ব্যাঙ্কের ডেপুটি জেনারেল ম্যানেজার এবং বর্ধমান সার্কেল হেড বুদ্ধদেব সাহা।
তিনি বলেন, ভারত সরকার এবং রাজ্য সরকার যে সমস্ত ছোট ছোট শিল্প চালু করেছে সেই সমস্ত প্রকল্পগুলিকে বাস্তবে রূপ দিতে আমরা এগিয়ে এসেছি। ক্ষুদ্র ও মাঝারি থেকে বড় শিল্পে ঋণ দিয়ে ওই সমস্ত প্রকল্পগুলিকে বাস্তবায়নের দিকে এগিয়ে দিচ্ছি। খুব সহজেই মানুষকে ঋণ দেওয়া হচ্ছে। এদিন মেলা থেকে এক কোটি ২৭ লক্ষ টাকা ঋণ মঞ্জুর করা হয়েছে। আগামী দিনে আরও বেশি করে ঋণ নেওয়ার জন্য মানুষের কাছে আবেদন করা হচ্ছে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, ব্যাঙ্কের জেনারেল ম্যানেজার পূর্ণ চন্দ্র বেহেরা, বর্ধমান সার্কেলের ডেপুটি হেড প্রদীপ প্রভাত, এম সি সি প্রধান তন্ময় বোস।