আমাদের ভারত, ব্যারাকপুর, ২৫ ফেব্রুয়ারি: গণপিটুনির ঘটনায় পানিহাটি পুরসভার কাউন্সিলর সহ চারজনের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। পানিহাটি পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকায় ২০১৪ সালের ২৫ সেপ্টেম্বর চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে মারার অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে।
জানা যায়, চোর সন্দেহে শম্ভু চক্রবর্তী নামের ওই যুবককে পিটিয়ে মারার ঘটনায় অভিযোগ ওঠে এলাকার ১০জন ব্যক্তির বিরুদ্ধে। তাৎপর্যপূর্ণভাবে সেই ঘটনা ঘটে যাওয়ার কয়েক বছর পরে পানিহাটি পুরসভার কাউন্সিলর হন ঘটনায় এক অভিযুক্ত তারক গুহ। যিনি বর্তমানে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর। আর সেই ঘটনায় ব্যারাকপুর কোর্টে আজ ছিল শুনানির দিন। এর আগেই অভিযুক্ত কাউন্সিলর আদালতে জামিনের আর্জি করলেও তা খারিজ করে দেন মহামান্য আদালত।
প্রসঙ্গত, কয়েকদিন আগে গণপিটুনির ঘটনায় জড়িত বর্তমান পানিহাটির ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারক গুহ হাজিরা দিতে যায় বারাকপুর কোটে। সেই সময় বিচারক কাউন্সিলরকে গ্রেফতার করার নির্দেশ দেন। ১০ জনের মধ্যে পাঁচ জনকে দোষী সাব্যস্ত করে আদালত।আজ তাদের বিচার প্রক্রিয়ায় কাউন্সিলর সহ আদালত চার অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন।এছাড়াও শম্ভুর পরিবারকে ১০০০০ টাকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।