পার্থ খাঁড়া, আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২৫ জুলাই: পূর্ব মেদিনীপুর জেলার মারিশদা থানার দিঘা- নন্দকুমার জাতীয় সড়কের খড়িপুকুরিয়া বাস স্টপেজের কাছে যাইলো গাড়ি ও বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এরফলে গাড়ি ও বাইক দুটোই উল্টে যায়। বাইকে থাকা তিন জনের মৃত্যু হয়। বাইকে থাকা তিন বন্ধুর বাড়ি কাঁথি থানার ঘোড়াঘাটা গ্রামে। মৃত তিন বন্ধুর নাম বিশ্বজিৎ মণ্ডল, শুভঙ্কর জানা, অতনু মণ্ডল।
যাইলো গাড়িটি দিঘা থেকে ঘুরে নদিয়ার তাহেরপুরের দিকে যাচ্ছিল। দুর্ঘটনায় যাইলো গাড়ির এক মহিলা পর্যটক কোয়েল সিংয়ের মৃত্যু হয়। এই দুর্ঘটনার পরেই
ঘটনাস্থলে মারিষদা থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছে উদ্ধার কাজ চালায়। পুলিশ সকলকে উদ্ধার করো কাঁথি মহকুমা হাসপাতাকে নিয়ে গেলে চার জনকে মৃত বলে ঘোষণা করা হয়। পর্যটক বোঝায় যাইলো গাড়ির চালকের হাত ভেঙ্গেছে। মারিষদা থানার পুলিশ গাড়ি দুটিকে আটক করছে। এই দুর্ঘটনার জেরে দিঘা- নন্দকুমার জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয়। তিন বন্ধুর মৃত্যুতে ঘোড়াঘাটা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।