পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৫ জুলাই: পিকআপ ভ্যান ভর্তি ১৩ হাজার বোতল কফ সিরাফ উদ্ধার করলো ডেবরা থানার পুলিশ। ইতিমধ্যেই দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে ডেবরা থানার পুলিশ। গতকাল মধ্যরাতে ডেবরার জোতঘনশ্যাম এলাকায় একটি পিকআপ ভ্যানকে ধাওয়া করে এই নিষিদ্ধ কফ সিরাফ উদ্ধার করে পুলিশ। ঘটনায় দুই জনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। এই কফ সিরাপের বাজার মূল্য লক্ষাধিক টাকা।
পুলিশ সুপার ধৃতিমান সরকার জানিয়েছেন, ডেবরা থানার পুলিশ পিকআপ ভ্যানটিকে ধাওয়া করে ধরে। দুই জনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। জোত ঘনশ্যাম থেকে আষাড়ি ১৬ নং জাতীয় সড়কের দিকে আসছিল গাড়িটি।