পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৫ জুলাই: বেতন বৃদ্ধির দাবিতে মেদিনীপুর পৌরসভার গেট আটকে বিক্ষোভ সাফাই কর্মীদের। তাদের দাবি, দীর্ঘদিন ধরে তারা কাজ করছেন, কিন্তু তাদের বেতন বৃদ্ধি করা হয়নি। তারা বারবার আন্দোলন করেছেন, শুধু প্রতিশ্রুতি পেয়েছেন কিন্তু কোনো কাজ হয়নি। অবশেষে আজ থেকে তারা শ্রমিক ধর্মঘটের ডাক দিল।
সাফাই কর্মীদের আন্দোলনের জেরে মেদিনীপুর শহরের বিভিন্ন জায়গা অপরিষ্কার হয়ে রয়েছে। সাফাই কর্মীদের দাবি, সকাল থেকে আন্দোলন চলছে, এখনো পর্যন্ত পৌর কর্তৃপক্ষের কেউ এসে তাদের সঙ্গে কথা বলেননি।