পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৫ মে: পুজার্চনার মধ্যে দিয়ে রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনা রোড শান্তিনগর সর্বজনীন দুর্গোৎসব মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
জানা গিয়েছে, পুরনো মন্দির ভেঙ্গে নতুন মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গড়বেতা রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ স্বামী একেশানন্দজী মহারাজ। এছাড়াও উপস্থিত ছিলেন পুজো কমিটির সম্পাদক রাজেশ ঘোষ ও বাচ্চু বল্লভ, সভাপতি সুভাষ ঘোষ ও হিমাংশু সরকার, কমল সাহা, কিঙ্কর কুন্ডু সহ পুজো কমিটির অন্যান্য সদস্যরা।