পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৫ মে: অপারেশন সিঁদুরের সফলতায় ভারতীয় সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে মেদিনীপুর শহরে তিরঙ্গা যাত্রা করল মেদিনীপুরের নাগরিকরা। মূলত বিজেপি কর্মী সমর্থকদের উদ্যোগে এদিনের এই তিরঙ্গা যাত্রা হয়। মেদিনীপুর শহরের কেরানীতলা থেকে এই তিরঙ্গা যাত্রার সূচনা হয়। জাতীয় পতাকা হাতে নিয়ে মেদিনীপুর শহরের গোটা রিং রোড পরিক্রমা করে তিরঙ্গা যাত্রা।
অন্যদিকে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড়ে তিরঙ্গা যাত্রায় পা মেলান প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। নারায়ণগড় ব্লকের নারায়ণগড় এলাকায় এদিনের এই তিরঙ্গা যাত্রা পরিক্রমা করে। এখানেও জাতীয় পতাকা হাতে নিয়ে এদিনের এই তিরঙ্গাযাত্রা হয়।