কুমারেশ রায়, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৩ মে: ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরন্ময় চট্টোপাধ্যায়ের সমর্থনে দাসপুরে সভা করলেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ চৌহান। সন্দেশখালিতে মা বোনেদের উপর যে অত্যাচার হয়েছে তার তীব্র সমালোচনা করে এই নির্বাচনকে ধর্মযুদ্ধর সঙ্গে তুলনা করেন। তিনি বলেন, অধর্মের বিনাশ হবে। তিনি নরেন্দ্র মোদীর বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প সম্বন্ধে বলেন।
খেলা হবে বলে উল্লেখ করে পরিবর্তনের ডাক দেন চৌহান। আগামী লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদী ফের প্রধানমন্ত্রী হবেন বলে তিনি দাবি করেন। তৃণমূল কংগ্রেসকে দুর্নীতিগ্রস্ত দল বলে উল্লেখ করেন তিনি।ঘাটাল লোকসভা কেন্দ্রের সাংসদ কী উন্নয়ন করেছেন সে প্রসঙ্গে প্রশ্ন তোলেন তিনি। পশ্চিমবঙ্গে আইন-শৃঙ্খলা নেই বলে তিনি তৃণমূল সরকারকে উৎখাত করার ডাক দেন।