পার্থ খাঁড়া, আমাদের ভারত, ঝাড়গ্রামে, ১৩ মে:
আগামী ১৭ মে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কালীপদ সরেনের সমর্থনে ঝাড়গ্রাম থানার অন্তর্গত গজাশিমুলের মাঠে জনসভা করতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর জনসভাকে সামনে রেখে সোমবার দুপুরে গজাশিমুলের মাঠ পরিদর্শন করলেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।
উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলার তৃণমূল নেতৃত্বরা। ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অজিত মাহাতো দাবি করেন, ৪০ থেকে ৫০ হাজার মানুষের জমায়েত হবে মুখ্যমন্ত্রীর জনসভায়।