Modi, BJP, Purulia, প্রচারে ঝড় তুলতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার পুরুলিয়ায়

সাথী দাস, পুরুলিয়া, ১৩ মে: ষষ্ঠ দফায় ঝড় তুলতে এবার জঙ্গলমহলে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৯ মে পুরুলিয়ায় আসছেন তিনি। প্রধানমন্ত্রীর সচিবালয় থেকে সংকেত পেতেই প্রস্তুতি শুরু হয়ে গেল পুরুলিয়া জেলা বিজেপির। প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতোর সমর্থনে জনসভা করবেন তিনি। প্রাথমিকভাবে পুরুলিয়া শহরের কাছে সৈনিক স্কুল সংলগ্ন রায়বাঘিনীর মাঠে সভা হবে পুরুলিয়া জেলা বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে। সোমবার বিকেলে সভাস্থল চূড়ান্ত করতে সেখানে প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতোকে নিয়ে পরিদর্শন করেন পুরুলিয়ার বিধায়ক সুদীপ মুখার্জি, বলরামপুরের বিধায়ক বাণেশ্বর মাহাতো, পাড়ার বিধায়ক নদিয়ার চাঁদ বাউরি, কাশীপুরের বিধায়ক কমলাকান্ত হাঁসদা, জেলা সভাপতি বিবেক রাঙা ও জেলা নেতৃত্ব ছাড়াও প্রমুখ।

২০১৯ সালে লোকসভা নির্বাচনে এই মাঠেই সভা করেছিলেন প্রধানমন্ত্রী। সেবার জ্যোতির্ময় সিং মাহাতো তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের মৃগাঙ্ক মাহাতোকে ২ লক্ষের বেশি ভোটে পরাজিত করেছিলেন। মোদী ঝড়ে কার্যত পরাস্ত হয়েছিল তৃণমূল। এবারেও তেমনটা হবে বলে আশাবাদী পুরুলিয়া জেলা বিজেপি। ২৫ মে ষষ্ঠ দফায় পুরুলিয়া কেন্দ্রে ভোটগ্রহণ। শেষ মুহূর্তে মোদী হাওয়ায় ভোট বৈতরণী পার করতে মরিয়া পদ্ম শিবির। যদিও বিজেপির জেলা সভাপতি বলেন, “২০১৯ সালের পুনরাবৃত্তি ঘটবে এবারেও। মোদীজিকে চাক্ষুষ করার অপেক্ষায় পুরুলিয়াবাসী।”

প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো বলেন, “বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এবং ভারতীয় জনতা পার্টির সবচেয়ে বড় নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখতে লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে। পুরো জঙ্গলমহল উজ্জীবিত হবে। তা ভোট বাক্সে প্রতিফলিত হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *